Jaystambha Murhasama

Rs. 219.12 Rs. 249 12% off

Category : Essays,Collections,Culture

Author : Tapas Das

Publisher : Sristisukh

Binding Type : Hard Cover

Available in the Market
Share this product

Cash On Delivery

15,000 Pin Codes

Low Delivery Charge

All Year Discount

Product Specification & Summary

জয়স্তম্ভ মূঢ়সম

গত কয়েকবছর বিভিন্ন সংবাদপত্রে এবং পত্রিকায় আমার যে সমস্ত লেখা বেরিয়েছিল , সেগুলিকে একত্র করার প্রস্তাব বন্ধুদের তরফ থেকে বেশ কিছুদিনের। সেগুলির মধ্যে থেকে কিছু লেখা বেছে , সৃষ্টিসুখ প্রকাশনী মলাটবন্দী করেছেন। প্রকাশনীর কর্ণধার শ্রী রোহন কুদ্দুস ধন্যবাদার্হ রইলেন এই কাজের জন্য। অত্যন্ত মূল্যবান একটি উপক্রমণিকা আনন্দের সঙ্গে লিখে দিয়েছেন প্রখ্যাত চিন্তক , কলিকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রনীতি বিভাগের ভূতপূর্ব প্রধান, অধ্যাপক অমর্ত্য মুখোপাধ্যায়। তাঁকে ধন্যবাদ জানানোর ধৃষ্টতা আমার নেই , শুধু এটুকুই বলতে পারি গোটা বইটিতে উপক্রমণিকাটি 'ই সবথেকে পান্ডিত্যপূর্ণ , এবং উপভোগ্য নিবন্ধ। 


পেশাসূত্রে আমি সামান্য বিজ্ঞানকর্মী। কিন্তু বিজ্ঞানবিষয়ে সরাসরি কোনো লেখা আমি লিখিনি বিশেষ , দু হাজার কুড়ি সালের পদার্থবিজ্ঞানের নোবেল প্রাইজ নিয়ে একটি দীর্ঘ লেখা (বর্তমান সঙ্কলনে রয়েছে ) ছাড়া। সেটি লেখার কারণ খানিক ব্যাক্তিগত - যে বিষয়ে নোবেল , সে বিষয়টি পেশাগতভাবে আমার কাজের বিষয় , এবং দু হাজার কুড়ির তিনজন নোবেলজয়ীর মধ্যে দুজন আমার ব্যক্তিগত পরিচিত , তাঁদের মধ্যে একজনের গ্ৰুপে আমি পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে গবেষণাও করেছি। ওই তিন নোবেলজয়ীর কাজ জনসমক্ষে আনাটা তাই দায়িত্ব বলে মনে হয়েছিল। 


আমার লেখাগুলির পটভূমি মূলতঃ আর্থ -সামাজিক , বা /এবং রাজনৈতিক। একটি বিশেষ রাজনৈতিক মতবাদে আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাসী , সুতরাং লেখাগুলির মধ্যে সেই মতবাদের অবশ্যম্ভাবী ছায়াপাত থাকবে , তা অনস্বীকার্য। রয়েছেও। ক্ষমতার মুখোমুখি দাঁড়িয়ে অথরিটিকে নির্ভয়ে প্রশ্ন করাই একজন বুদ্ধিজীবীর প্রধান দায়িত্ব - বলেছিলেন প্রখ্যাত প্রাচ্যবিদ ফিলিস্তিনি দার্শনিক এডওয়ার্ড সাঈদ , তাঁর উনিশশো তিরানব্বই সালে দেওয়া রিথ বক্তৃতামালায় - রিপ্রেসেন্টেশন অফ ইন্টেলেকচুয়াল নামে পরের বছর যা গ্রন্থিত হয়। বুদ্ধিজীবী সংক্রান্ত সাঈদের এই সংজ্ঞা আমাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। 


সাঈদের চিন্তা অনুসরণ করে আমার মনে হয়েছে , শুধু প্রাতিষ্ঠানিক বিজ্ঞানচর্চা নয় , একজন বিজ্ঞানকর্মীর প্রধান দায়িত্ব বিজ্ঞানমনস্কতার প্রসার ঘটানো - যে বিজ্ঞানমনস্কতা সাধারণ মানুষকে মুখ বুজে ক্ষমতায় থাকা ব্যক্তিবর্গের আদেশ মেনে নেওয়ার বদলে , প্রতিষ্ঠানের চোখে চোখ রেখে কৈফিয়ৎ চাইতে সাহস যোগাবে। 


এই সংকলনের লেখাগুলিতে আমি বিজ্ঞানকর্মীর সেই সামাজিক দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। দেখানোর চেষ্টা করেছি , ক্ষমতার আস্ফালন নয় , সভ্যতার চালিকাশক্তি সাধারণ মানুষই। সংকলনের নামটিও তাই রবিঠাকুরের ওরা কাজ করে শীর্ষক কবিতা থেকে নেওয়া।


Tapas Das

Tapas works as a research professor of theoretical physics and astrophysics in a government of India laboratory. He is a theoretical astrophysicist by training. Tapas is interested in writing on socio-economic and political topics outside of his employment at institutions. Spreading scientific awareness among the general public is, in Tapas' opinion, one of the primary social duties of a scientist. Tapas makes an effort to never forget that public tax dollars enabled him to receive an education in the third world. According to Tapas, an academic's first responsibility is to attempt to see the good and evil in this country's population and to defend the nation against the state. Tapas wants to promote higher education in her own tongue.